
প্রকাশিত: Thu, Dec 29, 2022 5:01 PM আপডেট: Thu, Jul 3, 2025 5:38 PM
মার্কিন নিষেধাজ্ঞা থাকায় বন্দরে ঢুকতে দেওয়া হয়নি
রুশ জাহাজ নিয়ে বিব্রত বাংলাদেশ
তরিকুল ইসলাম: মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ‘স্পার্টা-৩’ জাহাজ নিয়ে বিব্রত বাংলাদেশ। রূপপুর পারমাণবিক প্রকল্পের পণ্য নিয়ে আসা জাহাজটিকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি। সেইসঙ্গে রাশিয়ার এমন কাণ্ডকে অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য বর্ণনা করে সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, অনন্য দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝুঁকিতে ফেলে এমন কিছু রাশিয়া বা কোনো দেশের কাছেই আশা করেনা বাংলাদেশ। উন্নয়নসহযোগী হিসেবে রাশিয়াকেও যৌক্তিক উপায়ে পাশে চায় ঢাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, জাহাজটিতে নিষেধাজ্ঞা থাকায় সেটির বাংলাদেশে প্রবেশাধিকার দেওয়া মোটেই যুক্তিসঙ্গত ছিল না। জাহাজটি প্রবেশ করলে বাংলাদেশও ঝুঁকিতে পড়তো। রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ এমন কিছু আশা করেনা যাতে করে উভয় দেশের আগামীর সম্পর্কটা টেবিলে গড়ায়। এতে করে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কে যেমন নতুন প্রভাব পড়বে, তেমনি ভাবে উভয় দেশের উন্নয় সহযোগিতা বাধাগ্রস্ত হবে। বৈশি^ক চলমান পরিস্থিতিতে যথেষ্ট সতর্কতার সঙ্গেই বাংলাদেশ তার জনগণের কল্যাণে সিদ্ধান্ত নিচ্ছে। এটাকে কোনো দেশ যদি তাদের পক্ষ অথবা বিপক্ষে ধরে নেয় সেটাও সুচিন্তিত এবং সঠিক হবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, গত ২৪ ডিসেম্বর রূপপুর প্রকল্পের পণ্য নিয়ে আসার কথা ছিল। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ‘স্পার্টা-৩’ এর নাম পরিবর্তন করে ‘উরসা মেজর’ রাখা হয়। নাম পরিবর্তন করলেও জাহাজের আইএমও নম্বর একই থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে আসলে ২০ ডিসেম্বর বাংলাদেশকে অবহিত করে দেশটি। পরে রাশিয়াকে তার জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি বাংলাদেশের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এ ঘটনায় ২২ ডিসেম্বর হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে সচিব সে সময় এই ঘটনা সম্পর্কে কিছু না বললেও কিছু বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়ে বলেছেন, ইস্যুগুলো স্পর্শকাতর হওয়ায় দু’পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিজ্ঞপ্তি প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেটস্কিও গণমাধ্যমকে এড়িয়ে যান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাহাজটি আমেরিকান নিষেধাজ্ঞার আওতায় ছিল সেটি জানা ছিল না। এখন যেহেতু নিষেধাজ্ঞার বিষয়টি জানা হয়েছে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবশ্য টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে কোনো মন্তব্যে করতে রাজি হননি। তিনি সরকারের সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সঙ্গে আলাপের পরামর্শ দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
